সারা বাংলা

চট্টগ্রামে করোনায় ১২ মৃত্যু

চট্টগ্রাম মহানগরী এবং জেলার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৮৪৮ জন। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার প্রায় ৩৭ দশমিক ১৬ শতাংশ। নতুন ১২ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৮৯৭ জনের।

সোমবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন দপ্তর থেকে সোমবার করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা পরীক্ষার ৯টি পিসিআর ল্যাবে ২ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৮০ জন এবং বিভিন্ন উপজেলার ২৬৮ জন রয়েছেন। একই সময়ে করোনা আক্রান্ত এবং চিকিৎসাধীন থাকা ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নগরের বাসিন্দা, আর বাকি ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৪৭ জন নগরীর, আর বিভিন্ন উপজেলার ৩৫০ জন।