সারা বাংলা

হবিগঞ্জে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা

হবিগঞ্জ জেলায় বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ জেলায় নতুন করে গত ২৪ ঘণ্টায় ১৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২২৭ জনে।

সোমবার (২৬ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল।

তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ সদরে ৬৬ জন, চুনারুঘাটে ৩২ জন,বানিয়াচংয়ে ১৮ জন, নবীগঞ্জে ১৪ জন, বাহুবলে ১০ জন ও লাখাইয়ে ৬ জন। ৩৩৪টি নমুনা পরীক্ষায় এরা শনাক্ত হন। শনাক্তের হার ৪৩.৭ শতাংশ।   জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩৯১ জন। মারা গেছেন ২৮ জন।