সারা বাংলা

বগুড়ায় করোনা ও উপসর্গে ১৬ মৃত্যু, শনাক্ত ১৭০

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে মারা গেছেন ১৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৩৭ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার (২৬ জুলাই) বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

করোনায় মারা যাওয়া ব্যক্তির নাম আসাদুল্লাহ(৯০)। তিনি বগুড়া সদরের এই বাসিন্দা ছিলেন।  ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতাল এবং টিএমএসএস মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৬২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে আরও ১৭০ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৭ দশমিক ৩৩ শতাংশ। নতুন করে আক্রান্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের পরিমাণ দাঁড়ালো ১৮ হাজার ২৬৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ৫৩৯ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৭১জন।