সারা বাংলা

বরিশাল হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান।

তিনি জানান, ২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ওই ১৬ জন মারা যান। এরমধ‌্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ। তাদের বয়স ৪০ থেকে ৬৫ বছর। একই সময়ে ভর্তি হয়েছেন ৪৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২৫৭ জন। তাদের মধ্যে ১০৩ জনেরই করোনা পজিটিভ।

এদিকে, এই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ১ হাজার ৩৩ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলো ২৮৮ জনের। 

বরিশালের আরটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫০ শতাংশ।