সারা বাংলা

চুয়াডাঙ্গায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে

চুয়াডাঙ্গায় আবার করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন ও উপসর্গে ২ জনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭৬ জনে।

অপরদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮০৮ জন।

মঙ্গলবার (২৭ জুলাই) চুয়াডাঙ্গা সদর হাসপালের সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩২০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়।  

এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৪৭১ জনের। এর মধ্যে ২১ হাজার ৫ জনের ফলাফল পাওয়া গেছে ।

এদিকে নতুন ৪৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৭১২ জন। বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ২৩ জন। এর মধ্যে ১০৭ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ লাল জোনে ও ১ হাজার ৮৬৫ জন জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজ নিজ বাড়িতে  চিকিৎসাধীন রয়েছেন।

দেরীতে হলেও একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২ মাসের চুক্তিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসক ও লোকবলসহ ৬ বেডের আইসিইউ বেড স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।

সারা দেশের মতো ২৭ জুলাই সকাল ৬ টা থেকে ৫ম দিনের লকডাউন চলছে। গতকাল জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টে ৪৫টি মামলায ৫২ জনের কাছে থেকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।