সারা বাংলা

লকডাউনে বৌভাত, খাবার গেল এতিমখানায়

হবিগঞ্জ জেলার মাধবপুরে ঘটা করে ছেলের বৌভাতের আয়োজন করায় জরিমানা গুনেছেন বরের বাবা জানু মিয়া। লকডাউনের বিধিনিষেধের মধ্যে এই আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে এতিমখানায় পাঠানো হয়েছে বৌভাতের বাহারি খাবার। 

মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে তাঁর নেতৃত্বে উপজেলার বুল্লা গ্রামে মোবাইল কোর্ট পরিচালিত হয়। লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে ধুমধাম করে ছেলের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেন বুল্লা গ্রামের জানু মিয়া। তৈরি করা হয় অতিথিদের জন্য বিশাল প্যান্ডেল, গেট। প্রায় ৫০০ অতিথির জন্য রান্না হয় বাহারি খাবার। এ খবর পেয়ে খাওয়া শুরুর আগ মুহূর্তে সেনাবাহিনী ও আনসার সদস্যদের নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন ইউএনও মঈনুল ইসলাম মঈন।   লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বৌভাতের আয়োজন করায় মোবাইল কোর্ট বসিয়ে বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও। একই সঙ্গে অতিথিদের জন্য খাবার স্থানীয় গরিব ও এতিমখানায় পাঠানোর নির্দেশ দেন তিনি।