সারা বাংলা

জনপ্রশাসন পদক পেলেন ঢাকার ডিসি শহীদুল ইসলাম

জনপ্রশাসন পদক পেয়েছেন টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে ঢাকার ডিসি) মো. শহীদুল ইসলাম ও তার দল।

মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছ থেকে জনপ্রশাসন পদক-২০২১ গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।

পদক পাওয়ার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

টাঙ্গাইলে বধ্যভূমি সংস্কার ও নবরূপে স্মৃতিসৌধ নির্মাণের জন্য জনপ্রশাসন পদক পান টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে ঢাকার ডিসি) ও তার দল।

উল্লেখ্য, গত বছরের ২৮ জুন মো. শহীদুল ইসলামকে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে শহীদুল ইসলাম টাঙ্গাইলের ৪২ লাখ মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে ওঠেন তিনি।

করোনা পরিস্থিতি মোকাবেলা প্রায় পাঁচ লাখ মানুষের মাঝে খাদ্য সহায়তা ছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যকরী ব্যবস্থা নেয়ায় জেলায় তার সুনাম বৃদ্ধি পায়। সাংবাদিকবান্ধব জেলা প্রশাসক হিসেবে পরিচিতি রয়েছে তার।টাঙ্গাইলের জেলা প্রশাসক থাকাকালে মুক্তিযুদ্ধের সূতিকাগার টাঙ্গাইলে আধুনিক ও নান্দনিক স্মারকস্তম্ভ নির্মাণ করেন।