সারা বাংলা

করোনায় এক দিনে খুলনা বিভাগে ৩১ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ৮৬৬ জন।

বুধবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফেরদৌসী আক্তার।

এর আগে মঙ্গলবার খুলনা বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়। এনিয়ে খুলনা বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫৪৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানান, মৃত্যু ও আক্রান্তের মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা। ২৪ ঘণ্টার ব্যবধানে খুলনায় মারা গেছেন সর্বোচ্চ ৯ জন, আক্রান্ত হয়েছেন ১৭৬জন। এ সময় যশোর জেলায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এছাড়া বাগেরহাটে মৃত্যু ১ জন, আক্রান্ত ৫৭ জন, সাতক্ষীরায় কেউ মারা যায়নি, আক্রান্ত ৬৫ জন, নড়াইলে কেউ মারা যায়নি, আক্রান্ত ৫৩৮ জন, মাগুরায় মৃত্যু ৩ জন, আক্রান্ত ৬০ জন, ঝিনাইদহে মৃত্যু ৪ জন, আক্রান্ত ৭৬ জন, কুষ্টিয়ায় মৃত্যু ৫ জন, আক্রান্ত ২২৭ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ২ জন, আক্রান্ত ৫৪ জন এবং মেহেরপুরে মৃত্যু ১ জন ও আক্রান্ত হয়েছেন ৪৮ জন।