সারা বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেষ্টনি ও পিলার ধস

কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে অতিবৃষ্টি কারণে কাঁটাতারের বেষ্টনি ও পিলার ধসের ঘটনা ঘটেছে। এসময় ২০০ গজ কাঁটাতার ও ২৬টি পিলার ধসে গেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, বৃহস্পতিবার শালবাগান ক্যাম্প নিরীক্ষণে জানা যায়, টানা ভারী বৃষ্টিপাতের কারণে ক্যাম্পের ব্লক-এ/১ সংলগ্ন ‘সারফেস ওয়াটার রিজার্ভার’ এর পশ্চিমে সেনাবাহিনী কর্তৃক নির্মিত কাঁটাতারের বেষ্টনীর ২৬টি পিলার পড়ে ভেঙ্গে যাওয়াসহ আনুমানিক ২০০ গজ কাঁটাতার বেষ্টনীর ক্ষয়ক্ষতি হয়।

উক্ত এলাকাটি পাহাড় সংলগ্ন হওয়ায় রোহিঙ্গা শরণার্থী এবং খারাপ প্রকৃতির লোক ভবিষ্যতে অবাধে যাতায়াত করতে পারে বলে ধারনা করা যাচ্ছে। ওই এলাকায় টহল ডিউটি জোরদার ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।