সারা বাংলা

বগুড়ায় করোনা এবং উপসর্গে ১৭ মৃত্যু

বগুড়ায় করোনা এবং উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ জন এবং উপসর্গে মারা গেছেন ৮ জন।

গত ২৪ ঘণ্টায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিক‌্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। একই সময় সুস্থ হয়েছেন ২২৯জন।

শুক্রবার (৩০ জুলাই) দুপুর ১২টায় বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. ফারজানুল হক নির্ঝর অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মারা যাওয়া ব‌্যক্তিরা হ‌লেন, নন্দীগ্রাম উপ‌জেলারর শামসুল হক (৬০), বগুড়া সদ‌রের তাহ‌মিনা বেগম (৫৭), আব্দুল ম‌তিন (৬০), মইনুল ইসলাম (৭০), সা‌রিয়াকা‌ন্দি উপ‌জেলার রু‌বি বেগম (৫০), কাহালু উপ‌জেলার হা‌জেরা বেগম (৪৫), লাইলী বেগম (৫৬), সোনাতলা উপ‌জেলার মোজাহার আলী (৫০)  এবং  র‌ফিকুল ইসলাম (৬৪)।

ডা. নির্ঝর জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে আরও ১৩৯ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৭ দশমিক ৯৬ শতাংশ। নতুন আক্রান্তদের নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৭৫৬ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৭৮ জন। মারা গেছেন ৫৬৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও ১ হাজার ৭১৫জন।