সারা বাংলা

পদ্মায় মিললো ২০ কেজি ওজনের পাঙাশ

রাজবাড়ীর পদ্মা-যমুনা নদীর মোহনায় প্রায় ২০ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

শনিবার (৩১জুলাই) সকালে জেলে কালীপদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকাল সাড়ে ৮টার দিকে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসেন।

ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ও নুরু ইসলাম যৌথভাবে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২০ কেজি ওজনের মাছটি ২৬ হাজার টাকায় কিনে নেন। পরে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ‘নদীতে বর্ষা মৌসুমে বড় বড় মাছ পাওয়া যায়। সেই মাছগুলো জেলেরা বিক্রি করতে আনলে ডাকের মাধ্যমে কিনে সামান্য লাভে বিক্রি করেন। এই মাছগুলো সাধারণত শিল্পপতি বা বড় ব্যবসায়ীরা কিনে নেন। আজকের বড় পাঙাশটি সামান্য লাভে ঢাকায় বিক্রি করেছি।’