সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে আগুন: আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলামকে (৫২) প্রধান আসামি করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাতে আল মামুন সরকার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনায় নজরুল ইসলাম প্রত্যক্ষভাবে এবং বহিষ্কৃত আওয়ামীলীগের অনেকে পরোক্ষভাবে জড়িত। অগ্নিসংযোগে বাড়ির চারটি কক্ষের ১০ লাখ ৮৫ হাজার টাকার আসবাব পুড়ে গেছে বলে দাবি করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম রোববার (১ আগস্ট) সন্ধ্যায় রাইজিংবিডিকে বলেন, মামলায় করা অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে।

শনিবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে আল মামুন সরকারের মুন্সেফপাড়ার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।