সারা বাংলা

উখিয়ায় স্বর্ণের বারসহ আটক ১

কক্সবাজারের উখিয়ার ছয়টি স্বর্ণের বারসহ মো. আবছার উদ্দিন (১৯) নামের এক ব‌্যক্তিকে আটক করেছে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) সদস্যরা। আবছার উখিয়ার বালুখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

সোমবার (২ আগস্ট) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবি’র অধিনায়ক ইব্রাহীম ফারুক।

তিনি জানান, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্ট কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, আন্তজার্তিক চোরাচালানী চক্রের একজন সদস্য বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। 

এ সংবাদ পেয়ে রোববার বিকালে মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করার সময় একটি সিএনজি তল্লাশিকালে যাত্রীর আচরণ সন্দেজনক হয়। সেসময় তাকে সিএনজি থেকে নামিয়ে তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। সেগুলোর আনুমানিক মূল‌্য প্রায় ৬০ লাখ টাকা। 

অধিনায়ক ইব্রাহীম ফারুক জানান, কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারীকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়েছে। 

তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।