সারা বাংলা

চট্টগ্রামে করোনায় মৃত্যু হাজার ছুঁই ছুঁই

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজারে পৌঁছে গেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। এই নিয়ে চট্টগ্রামের মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৯৯৪ জনে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন দপ্তর থেকে চট্টগ্রামের করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে ৩ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম শহর এলাকায় ৮৩৫ জন ও বিভিন্ন উপজেলার ৪৩৮ জন। এ নিয়ে চট্টগ্রামের সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ১৪৪ জনে।

একই সময়ে যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে ৪ জন শহরের ও ৬ জন উপজেলার।

এদিকে করোনা চিকিৎসায় বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ চট্টগ্রাম নগরীর সবগুলো হাসপাতাল করোনা রোগীতে পূর্ণ হয়ে আছে। কোন হাসপাতালেই খালি নেই আইসিইউ বেড।