সারা বাংলা

খুলনার চার হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু

খুলনার চারটি হাসপাতালে করোনায় নতুন করে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরমধ্যে রয়েছেন খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৩ জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন, খুলনা জেনারেল হাসপাতালে ১ জন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১ জন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেডিকেটেড হাসপাতালে মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার সবুর মোড়ল (৫৫), খালিশপুরের সেলিনা বেগম (৫০) ও চট্টগ্রামের সীতাকুন্ডুর হাবিবুল্লাহ (৭০)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। এরমধ্যে রয়েছেন রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৬ জন, আইসিইউতে ১৯ জন ও  এইচডিইউতে ১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে দু নারীর মৃত্যু হয়েছে। এরা হলেন, নগরীর মুন্সিপাড়ার রহিমা খাতুন (৭২) ও ঝিনাইদহ সদরের মহিলা কলেজ রোডের মোসাম্মৎ রহিমা খাতুন (৬৪)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৪ জন ও এইচডিইউতে ৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন ও  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালে নগরীর সদর হাসপাতাল এলাকার শামসুল হক (৭৬) নামে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুজন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এ হাসপাতালে রূপসা উপলোর রাজাপুর গ্রামের শেখ আবুল হোসেন (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। এরমধ্যে ১৫ জন পুরুষ ও ২৪ জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬০ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন ও এইচডিইউতে ২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।