সারা বাংলা

যাদুকাটা নদীতে বালু উত্তোলন, দুই নৌকাকে এক লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জাদুকাটা নদীতে বালু মহালের নির্দিষ্ট সীমা রেখার বাহিরে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ২ টি নৌকাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দিনের নেতৃত্বে সীমান্তবর্তী জাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা (মোবাইল কোর্ট) করা হয়।

এসময় 'বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় দুইটি নৌকা (বাল্কহেড) কে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ২৮ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোম রায়হান কবির বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।