সারা বাংলা

চট্টগ্রামে করোনায় মৃত্যু হাজার ছাড়ালো 

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় ১ হাজারের বেশি মানুষ মারা গেলেন।

বুধবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে মোট ৩ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ৮৪৪ জন, বাকি ৪৪১ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে  ৮৬ হাজার ৪২৯ জনের। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১০ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের  মধ্যে ৬ জন মহানগরের বাসিন্দা, বাকি ১০ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।