সারা বাংলা

বজ্রপাতে প্রাণ গেলো ১৭ বরযাত্রীর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি নৌকায় বজ্রপাতে ১৭ জন বরযাত্রী নিহত হয়েছেন। বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা নৌকাঘাটে বজ্রপাত হয়। 

দুপুরে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এবং পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন।

আরও পড়ুন: বাংলাদেশে বজ্রপাতে মৃত্যু কেন বাড়ছে 

ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন থেকে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরসহ কমপক্ষে ২০ জন। ওই ২০ জন বরযাত্রীসহ নৌকায় ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। পদ্মানদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকায় বজ্রপাত হয়। মৃত্যের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: বজ্রপাত : নিরাপদ থাকতে যা করণীয়

প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের লাশ সদর হাপাতালে আনা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক মোমিনুল ইসলাম জানান, বজ্রপাতে আহত নয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন।  

হাসপাতালে চিকিৎসাধীন নয়জন হলেন, সদর উপজেলার মোফাজ্জল হোসেনের ছেলে ওবায়দুল, বাশির আলীর মেয়ে ময়না (৩০), মনিরুল ইসলামের মেয়ে তহরা (১৭), শাহ আলাল বাবু ছেলে আব্দুর মমিন (০৮), শাহ আমল বাবুর ছেলে তামিম (০৩), ইসমাইল হোসেনের ছেলে শাহ আলাল বাবু (৩০), মিজানুর রহমানের মেয়ে শিরিন (২০), গোলাপ মিয়ার ছেলে  আলামিন (২৬) ও শিবগঞ্জ উপজেলার সালাউদ্দিনের ছেলে মিনহাজুল (০৯)।

আরও পড়ুন: বজ্রপাত থেকে বাঁচার উপায়

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের কালু হোসেনের ছেলে মো. আলম (৪৫), মোস্তফা আলীর ছেলে মোস্তফা কামাল (৪৪), চর বাগডাংগা গোটাপাড়া গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে সহবুল আলী (৩২), চর সূর্য নারায়ণপুর গ্রামের টিপুর স্ত্রী বেলি বেগম (৩৫), নারায়ণপুর ডালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাবলু (২৭), সূর্য নারায়ণপুর গ্রামের সাহালাল বাবুর স্ত্রী মৌসুমী (২৫), মৃত তফজুলের স্ত্রী জমিলা (৭০), তমাজুল ইসলামের ছেলে সাদরুল (৩০), লেচল (৫০), ধুলু মিয়ার ছেলে সজীব (২২), চর বাগডাংগা ফাটাপাড়া গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী তকি বেগম (৩০), দক্ষিণ পাকা গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও মোস্তফার ছেলে টিপু মিয়া (৪০)। নিহত কয়েকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।