সারা বাংলা

তুরাগে ডুবে মারা যাওয়া ২ শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুর টঙ্গীর চন্ডীতলা এলাকায় তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে নৌ-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িটানা এলাকার হাসান মিয়ার ছেলে আবুল হাসনাত (১২) এবং ঝালকাঠির নলছিটি উপজেলার ফুলহরি এলাকার ওমর আলীর ছেলে মো. তামজীদ (১০)।

পরিদর্শক মো. ফরিদুল আলম জানান, গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া থাকতো হাসনাত ও তামজীদ। বুধবার দুপুরে তারা কয়েকজন টঙ্গীর চন্ডীতলা এলাকায় তুরাগ নদে গোসল করতে যায়। এসময় হাসনাত ও তামজীদ পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজা-খুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে চন্ডীতলা এলাকায় তুরাগ নদে হাসনাত ও তামজীদের মরদেহ ভেসে উঠে।  খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।