সারা বাংলা

ময়মনসিংহে করোনায় আক্রান্ত হচ্ছে নবজাতকও

ময়মনসিংহে করোনার পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। বয়স্কদের পাশাপাশি এখন নবজাতক শিশুরাও করোনায় আক্রান্ত হচ্ছে। বর্তমানে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুই নবজাতক চিকিৎসাধীন রয়েছে।

এছাড়াও জুলাই মাস থেকে এ পর্যন্ত মোট ১০ নবজাতককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নবজাতক একজনের বয়স ২৩ দিন। অপরজনের বয়স ১৩ দিন। তারা করোনা আক্রান্তের পাশাপাশি নিউমোনিয়ায়ও আক্রান্ত। তাদের অবস্থা অনেকটা স্থিতিশীল।’ 

ওই নবজাতক দুজনের একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানিক মিয়া ও নিলুফার সন্তান। অপরজন তারাকান্দা উপজেলার লিটন মিয়া ও রানু আক্তার দম্পত্তির সন্তান।