সারা বাংলা

তিন মাস পর ভোলাগঞ্জ দিয়ে চুনাপাথর আমদানি শুরু

প্রায় তিন মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি কার্যক্রম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরের দিকে শুরু হয় এ কার্যক্রম। বিকেল পর্যন্ত ভারত থেকে চুনাপাথর বোঝাই ৩০টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউর সংক্রমণ রোধে ভারতের মেঘালয়ে লকডাউনের কারণে গত ১ মে থেকে ভোলাগঞ্জ শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি সেখানকার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ফলে প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চুনাপাথর আমদানি শুরু হয় বলে ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ মুজিবুর রহমান মিন্টু জানান, দীর্ঘ তিন মাস পর শুল্কস্টেশনের কার্যক্রম চালু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে। উৎসাহ দেখা দিয়েছে শ্রমিকদের মাঝেও।

ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘প্রায় তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে এ স্টেশন দিয়ে ফের আমদানি চালু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে প্রশাসনের উদ্যোগে এবং ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় ইমিগ্রেশনে আগত ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষার পরই বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি পণ্যবাহী ট্রাকে জীবানুনাশক ছিটানো হচ্ছে।’