সারা বাংলা

চুয়াডাঙ্গায় ৫৮টি কেন্দ্রে গণটিকাদান শুরু

চুয়াডাঙ্গায় সকাল ৯টা থেকে জেলার ৫৮টি কেন্দ্রে গণটিকাদান শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই টিকা গ্রহণকারীর সংখ্যাও বাড়ছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান চলবে বেলা ৩টা পর্যন্ত। সপ্তাহে তিনদিন এই কার্যক্রম চলবে।

সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে নারীপুরুষ স্বতঃস্ফূর্তভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকা নিতে দেখা যায়। ভিডিপি ও আনসার সদস্যদের সহযোগিতায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে আগ্রহী টিকা গ্রহণকারীদের ভিড় বাড়তে থাকে। তবে, নারীদেরই ভিড় বেশি। সর্বোচ্চ ৭০-৭৫ বছরের নারীপুরুষকেও টিকা নিতে দেখা য়ায়।

প্রথম পর্বে চুয়াডাঙ্গা জেলার ৩৪টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৫৮টি কেন্দ্রে ১২৪টা বুথে প্রতিটি কেন্দ্রে সপ্তাহে ১ হাজার ৮শ জনের টিকা দেওয়া হবে। এই হিসাবে প্রথম পর্বে এ জেলায় ২৩ হাজার ৮শ জনকে টিকা দেওয়া হবে।  

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, প্রথম পর্বে গত ৪ আগস্ট ১৬ হাজার ডোজ টিকা হাতে পেয়েছি। পর্যায়ক্রমে বাকি টিকা আসবে। জেলার ৩ লাখ ৮৭ হাজার ৮২২ জনকে এই টিকা দেওয়া হবে। আশা করি,  টিকা থেকে কেউ বাদ পড়বে না। তবে, সবাইকে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে টিকা নিতে হবে।