সারা বাংলা

হিলি বন্দরে জুলাইয়ে রাজস্ব আদায় সাড়ে ৩৩ কোটি টাকা

চলতি (২০২১-২২) অর্থবছরের জুলাই মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ২৭ হাজার ৯৪ মেট্রিকটন।  এ থেকে সরকার রাজস্ব পেয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ ৯৪ হাজার টাকা।

রোববার (৮ আগস্ট) হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি রাইজিংবিডিকে বলেন, চলতি অর্থবছরের জুলাই মাসে এ বন্দরে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ২৭ হাজার ৯৪ মেট্রিকটন।   রাজস্ব আদায় করেছে ৩৩ কোটি ৫৮ লাখ ৯৪ হাজার টাকা। 

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত জুলাই মাসে ভারত থেকে পাথর আমদানি হয়েছে ৬০ হাজার ১৫৩ মেট্রিকটন, তা থেকে রাজস্ব এসেছে ৩ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা। জিরা আমদানি হয়েছে ২ হাজার ৫৫৭ মেট্রিকটন, তা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ২১ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার টাকা। পেঁয়াজ আমদানি হয়েছে ১৫ হাজার ২৪৬ মেট্রিকটন, তা থেকে রাজস্ব আদায় ৪ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা।

গত ২০২০-২১ অর্থবছরে এই স্থলবন্দরে রাজস্ব আদায় হয়েছিলো ৩৯৯ কোটি ২৬ লাখ টাকা।