সারা বাংলা

দৌলতদিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট

লকডাউন তুলে নেওয়ার প্রথমদিনেই দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

বুধবার (১১ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকার প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাস,কাচা পণ‌্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যানসহ ব্যক্তিগত গাড়ির জট রয়েছে। এছাড়া, দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে, ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক এবং কাভার্ডভ্যানের প্রায় ৪ কিলোমিটার দীর্ঘসারি লক্ষ্য করা গেছে।

দূরপাল্লার বাস বাদেও এসব যাত্রীরা কাটা গাড়িতে করে দৌলতদিয়ায় এসে ফেরি এবং লঞ্চে করে পাটুরিয়ার উদ্দেশ্য যাত্রা করছে। তবে, বরাবরের মতনই পুরো ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি মানছেন না কেউ।

এদিকে, শিমুলিয়া-কাঠালাবাড়ি নৌপথে যাত্রী এবং গাড়িবাহী ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় দৌলতিয়া-পাটুরিয়া নৌপথে গাড়ি এবং যাত্রীচাপ অন্যান্য যেকোন সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

সাতক্ষীরা থেকে আসা মো. সালেহ্ জানান, আগামীকাল থেকে তার অফিস খোলা থাকবে। ঈদের আগে লকডাউন শিথিলের সময় দেশে বাড়ি গেলেও দীর্ঘ লকডাউনে অফিস বন্ধ থাকায় ঢাকায় ফেরেননি। তাই, লকডাউন খুলে দেওয়াতে তার অফিস খোলায় তাকে ঢাকা ফিরতে হচ্ছে।

মাগুরা থেকে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শফিকুর রহমান বলেন, ‘অফিস এখন খোলা তাই ঢাকায় ফিরছি।কিন্তু ঘাটে এসে দেখি দীর্ঘ যানজট। ফেরি না পেয়ে ভোগান্তিতে আছি।’

চুয়াডাঙ্গা থেকে আগত বাসযাত্রী প্লাবন রহমান জানান, ‘গতরাতে রওনা দিয়ে সকালে ঘাট এলাকায় এসেছি। তবে এখনো ফেরিতে উঠতে পারি নাই। মনে হচ্ছে আরও এক থেকে দেড় ঘণ্টা লাগবে ফেরিতে উঠতে।  প্রায় ৪/৫ ঘণ্টা হলো এভাবে যানজটে আটকে আছি।’

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কাচা পণ্য নিয়ে আসা ট্রাকচালক মো. শরিফউদ্দিন বলেন, ‘রাত ১টার সময় ফেরি ঘাটে আসলেও এখনো ফেরিতে উঠতে পারি নাই। লকডাউন ছুটে যাওয়ার কারণে ট্রাকের সঙ্গে বাসও পারপার হচ্ছে। নদীতে স্রোত বেশি থাকায় ফেরি পারাপার হতে সময় লাগছে। এই নৌপথে ফেরি সংখ্যা বাড়ানো প্রয়োজন।’

খুলনা থেকে আগত আরেক ট্রাকচালক আলমগীর হোসেন বলেন, ‘শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ। এদিকে আবার লকডাউনও ছুটে গেছে। তাই যাত্রীবাহী বাসের চাপও রয়েছে। সব মিলিয়ে এই দীর্ঘ জট আর আমাদের ভোগান্তি। এই নৌপথে এমন জট মাঝে মাঝেই দেখা যায়। এখানে ফেরি সংখ্যা বাড়াতে হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন (বাণিজ্য) জানান, আজ থেকে ১৫ ফেরির সম্পূর্ণরূপে চলাচল করছে। এর মধ্যে ৯টি বড় ফেরি এবং ৬টি ছোট ফেরি রয়েছে। যাত্রীচাপ সামাল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি লঞ্চ পারাপার করছে।