সারা বাংলা

বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খালে

রাঙামাটির কাউখালী উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক খালে পড়েছে। এতে দুই জন আহত হয়েছেন।

আহতরা হলেন, চালক জামাল হোসেন (৪০), সহকারী বাসুদেব (৪২)।

শনিবার (২১ আগস্ট) ভোর রাতে উপজেলার পোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গা থেকে কাউখালী উপজেলায় টেকনিক্যাল কলেজের ভবন নির্মাণের জন্য অতিরিক্ত পাথর বোঝাই (আনুমানিক ৩৫ টন) করে দশ চাকার ট্রাকটি পোয়াপাড়া বেইলি ব্রিজে ওঠে। এরপর বিজ্রের অপর প্রান্তে যাওয়ার আগেই ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙে যায়।  এ ঘটনায় কাউখালী উপজেলা থেকে নাইল্যাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মার্মা জানান, ৮২ সালের শেষ দিকে বেইলি ব্রিজটি নির্মিত হয়। এর ধারণ ক্ষমতা ছিল ৫ থেকে ৭ টন। এরমধ্যে ৩৫ টন ওজনের ১০ চাকার একটি পাথর বোঝাই ট্রাক উঠলে ব্রিজটি ভেঙে পড়ে।  এর আগে ২০০৪ সালে একটি গাছ বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়লে নতুন করে পুনরায় সংস্কার করা হয়েছিল।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন জানান, ৩৫ টন ওজনের পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে।  

তিনি জানান, ব্রিজের ক্ষতিপূরণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিডি করা হবে।