সারা বাংলা

বরিশাল ইউএনও’র বিরুদ্ধে মামলার আবেদন 

এবারে বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক দুটি মামলার আবেদন করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এই আবেদন করা হয়।

আবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যদের বিবাদী করা হয়েছে।

একটি আবেদন দাখিল করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা এবং সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ অ‌্যাড. রফিকুল ইসলাম খোকন। অপর আবেদন দাখিল করেন সিটি করপোরেশনের রাজস্ব শাখার কর্মকর্তা বাবলু হালদার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১২টা) আদালতের বিচারক মাসুম বিল্লাহ আবেদন দুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।

এর আগে বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা দুটি মামলায় বরিশালের গ্রেপ্তার হওয়ায় ২১ জনের জামিন নাকচ করে দিয়েছে আদালত।

বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মাসুম বিল্লাহ তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে সাঁটানো ব্যানার অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ৬০২ জনকে আসামি করা হয়। মামলায় প্রধান আসামি করা হয় বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। মামলা দায়েরের পর থেকেই আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী আত্মগোপনে আছেন।