সারা বাংলা

টিকার ২য় ডোজ পেলেন ১৩ হাজার পোশাক শ্রমিক  

গাজীপুর সিটি করপোরেশনের পাঁচটি পোশাক কারখানার প্রায় ১৩ হাজার শ্রমিক করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্যকর্মীরা কারখানায় গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব টিকা দিয়েছেন।

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে ১৮ জুলাই পাঁচটি কারখানায় গিয়ে শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে আমেরিকার মর্ডানা কোম্পানির করোনা টিকা দেওয়া হয়েছিল। তারমধ্যে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার স্প্যারো অ্যাপারেলস কারখানায় ৩ হাজার ৫৫০ জন, কোনাবাড়ী এলাকায় তুসুকা ডেনিম কারখানায় ২ হাজার ৫২০ জন, একই এলাকার তুসুকা ট্রাউজার কারখানার ৪ হাজার ৯০০ জন, ভোগড়া এলাকার রোজ ফ্যাশন কারখানার ১ হাজার ৮১০ জন এবং টঙ্গীর স্যাটার্ন পোশাক কারখানার ১ হাজার ২৩০ জন শ্রমিক প্রথম ডোজের টিকা নেন। এ সব কারখানায় প্রথম ডোজের সময় ১৪ হাজার ১০ টিকা প্রয়োগ করা হয়েছে। তবে মঙ্গলবার ওই পাঁচ কারখানায় দ্বিতীয় ডোজে টিকা নিয়েছেন ১৩ হাজার ১৮৮ জন। এতে দ্বিতীয় ডোজে ৮ শতাধিক শ্রমিক বাদ পড়েছেন। 

স্পেরো অ্যাপারেলস লিমিটেড কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম রেজা বলেন, আজ তাদের কারখানার ৩ হাজার ৩০০ জন শ্রমিককে দ্বিতীয় ডোজ পেয়েছেন। শ্রমিকেরা আনন্দিত এই ভেবে তাদের সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে থেকে টিকা নিতে হচ্ছে না। অফিসে বসে টিকা নিতে পারছে।