সারা বাংলা

চালকদের দক্ষতা বাড়াতে টাঙ্গাইলে প্রশিক্ষণ

গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনাবৃদ্ধি প্রশিক্ষণ কার্যক্রম টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সার্কেলের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআই (প্রশাসন) জানে আলম, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মুহাম্মদ আজিজুল হক, বিআরটিএর মোটরযান পরিদর্শক বশির উদ্দিন, রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

আলতাব হোসেন বলেন, ট্রাফিক সিগনাল, ট্রাফিক আইন ও দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের প্রায় ২০০ চালককে প্রশিক্ষণ দেওয়া হয়।