সারা বাংলা

কাপ্তাই‌য়ে বি‌জি‌বি-আনসার ক্যাম্পে বন্য হাতির আক্রমণ  

রাঙামাটির কাপ্তাইয়ে পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার স্পিলওয়ে সংলগ্ন বি‌জি‌বি ও আনসার ক্যাম্পে শনিবার (২৮ আগস্ট) ভোরে বন্য হাতির পাল আক্রমণ চা‌লি‌য়ে‌ছে। এতে কেউ হতাহত না হ‌লেও ক্যাম্পে ক্ষয়ক্ষতি হয়েছে।  

ক্যাম্পের দায়িত্বরত বিজিবির হাবিলদার আব্দুল আজিজ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

আব্দুল আজিজ জানান, আনসার ক্যাম্পে ১২টি হাতির পাল আক্রমণ করে। এতে ক্যাম্পের ব্যাপক ক্ষতি হয়। ক্যাম্পের পানির লাইন ক্ষতি করে। এ সময় বিজিবি ও আনসার সদস্যরা মশাল জ্বালিয়ে এবং বাজনা বাজিয়ে হাতির পালকে ফেরা‌তে ব্যর্থ হ‌য়ে ক্যা‌ম্পে থাকা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে স্পিলওয়ের ওপারে অবস্থান নেয়। প‌রে হা‌তির পাল ক্যা‌ম্পে তাণ্ডব চা‌লি‌য়ে পা‌শের জঙ্গ‌লের দি‌কে চ‌লে যায়।

আনসার সদস্যরা‌ জানান, চলতি সপ্তাহে আরও তিনবার হাতির দল ক্যাম্পের আশপাশে এসে গাছ-গাছালির ক্ষতি করে। ঘটনার পর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক ফখরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার স্পিলওয়ের সুরক্ষার জন্য বিজিবির ১৪ জন এবং আনসারের ৩২ জন সদস্য ওই ক্যাম্পে দায়িত্বে রয়েছেন।