সারা বাংলা

বিপুল পরিমাণ কাঠ জব্দ

ট্রাকের উপরে কংক্রিটের আবরণ দিয়ে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ কাঠবোঝাই এক ট্রাক জব্দ করেছে বন বিভাগ।

বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ফরেস্ট চেক স্টেশন বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকা মূল্যের এসব কাঠ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী ফৌজদারহাট স্টেশন কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

স্টেশন কর্মকর্তা জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের উপরিভাগে ইট ও কংক্রিটের আবরণ দিয়ে অবৈধ কাঠ পাচার করা করার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর এলাকায় এক ট্রাক (নং চট্ট মেট্রো- ট - ১১- ৫৫৫৬) আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই ট্রাকে কংক্রিটের আড়ালে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামার গোল কাঠের সন্ধান পাওয়া যায়। পরে কাঠভর্তি ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ব্যাপারে বন মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ফৌজদারহাট স্টেশন কর্মকর্তা শাহানশাহ নওশাদ।

এদিকে, চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় এলাকা থেকে অবৈধ কাঠ পাচার প্রতিরোধে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোজাম্মেল হক শাহ চৌধুরী।