সারা বাংলা

দিনাজপুরে ৭১ হাজার মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে 

সারাদেশে গণটিকা কর্মসূচির আওতায় দিনাজপুরে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন কার্যক্রম চলছে। জেলার সিভিল সার্জন মোহাম্মদ কুদ্দুস আলী জানিয়েছেন, জেলায় ৭১ হাজার ৭৭ জনকে গণটিকা দেওয়া হবে। 

তিনি বলেন, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জেলার ১৩টি উপজেলায় গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। এদিকে, হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে মোট ৪টি কেন্দ্রে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে।  প্রতিটি কেন্দ্রে ৬০০ জন করে মোট ২ হাজার ৪০০ জনকে এই টিকা দেওয়া হবে।  সকাল থেকেই সাধারণ জনগণ কার্ড নিয়ে টিকা নিতে কেন্দ্রগুলোতে উপস্থিত হচ্ছেন।  স্বাস্থ্যবিধি মেনে তারা টিকা নিচ্ছেন।