সারা বাংলা

ভারত থেকে এলো উপহারের আরও ২৯টি অ্যাম্বুলেন্স

ভারত সরকারের উপহার দেওয়া আরও ২৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। এই নিয়ে চার চালানে ভারত থেকে ১০০ টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করলো।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।  বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ আলী অ্যাম্বুলেন্সগুলো গ্রহণ করেন।

এই বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সে সময় তিনি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন।  এরই অংশ হিসেবে আজ বিকেলে ২৯টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে এসেছে।  বাকি অ্যাম্বুলেন্সগুলো চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আসবে।