সারা বাংলা

রাজবাড়ীতে বিপৎসীমার নিচে পদ্মার পানি

রাজবাড়ী জেলার তিনটি পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে পদ্মা নদীর পানি। জেলার ৩টি পয়েন্টে গত ২৫ দিন ধরে নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও গতকাল (১২ সেপ্টেম্বর) রোববার পানি বিপৎসীমার নিচে নেমে যায়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ একথা জানান।

আব্দুল আহাদ জানান, সোমবার দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  ইতিমধ্যে যেসব নিন্মঞ্চল পানিতে প্লাবিত হয়েছিল সেসব জায়গা থেকে পানি সরে গেছে।

পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দেয় নদী ভাঙ্গন আতঙ্ক।  তবে সে আতঙ্ক এখন অবধি দেখা যায়নি।  যার ফলে খানিকটা স্বস্তিতে আছে পদ্মা তীরবর্তী এলাকার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙন প্রতিরোধে পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে।  এখনো অনেক জায়গায় বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।  আপদকালীন অবস্থার জন্যও প্রস্তুত রাখা হচ্ছে জিও টিউব এবং জিও ব্যাগ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট গোয়ালন্দ পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে।  ৫ সেপ্টেম্বর নদীর পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।