সারা বাংলা

বিএনপি নেতা ফজলুল হক আছপিয়া মারা গেছেন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া মারা গেছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি … রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের। তিনি জানান, এক মাস ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ২টায় তিনি মারা যান। 

ফজলুল হক আছপিয়ার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।