সারা বাংলা

উপসর্গ ও করোনায় তিনজনের মৃত্যু

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট ২৫৮ জন মৃত্যু হলো। এছাড় করোনা উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ১৫১টি নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট ১৬ হাজার ৬৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১২ হাজার ৭৭৫ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সাতজন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩ হাজার ৬২৬ জন।

এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ৯৪৬ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিলো। এর মধ্যে ৩৪ হাজার ৫৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, মারা যাওয়াদের সবাই আগে থেকেই অন্যরোগে আক্রান্ত ছিলেন। তাদের বয়স ৭০ বছরের উপরে।  করোনা প্রতিরোধে সবাইকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।