সারা বাংলা

কুমিল্লায় খুতবার আজানকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

কুমিল্লার মুরাদনগরে খুতবার আজান দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপ মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আবু হানিফ খান (৩৮) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামের বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।  

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুড়াখাল গ্রামের বাইতুন নূর জামে মসজিদে জুমা’র সাপ্তাহিক বয়ান শেষে মুয়াজ্জিন খুতবার আজান দিতে দাঁড়ান। এ সময় খুতবার আজান মসজিদের ভেতরে নাকি বাইরে দেওয়া হবে তা নিয়ে নামাজ পড়তে আসা লোকজন দু'গ্রুপে ভাগ হয়ে যায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

সংঘর্ষ্ চলাকালে দুই গ্রুপের অন্তত ৮জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মুরাদনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্ত্ব্যরত চিকিৎসক হানিফ খানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত ইমন খান ও আবুল খায়েরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।