সারা বাংলা

মহাসড়কে থ্রি হুইলার বন্ধে কঠোর সাভার হাইওয়ে পুলিশ

ঢাকার সাভার উপজেলার মহাসড়কে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলাচল করা থ্রি হুইলার বন্ধে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ।

গত নয় দিনে অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকাবিশিষ্ট এক হাজারের বেশি থ্রি হুইলার জব্দ করা হয়েছে। এসব অবৈধ যান থেকে আদায়কৃত জরিমানার ৩০ লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান সাভার হাইওয়ে পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে থ্রি হুইলার বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হয়। গত দুই দিনে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে ১২০টি থ্রি হুইলার জব্দ করা হয়।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, থ্রি হুইলার অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকার যান মহাসড়কের উঠলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাভার থানাধীন ৮৮টি মহাসড়কে সংযুক্ত শাখা সড়ক আছে। এসব সড়ক দিয়ে প্রতিনিয়ত থ্রি হুইলার যানগুলো মহাসড়কে অবাধে প্রবেশ করছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, সাভার থানাধীন এলাকা অনেক বড় হওয়ায় জনবল সংকটে মহাসড়কে থ্রি হুইলার চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারপরও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।