সারা বাংলা

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিরাজ মিয়া (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল।

নিহত সিরাজ মিয়া সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের বুলাই মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিনের মতো আজ সকালেও সিরাজ মিয়া উপজেলা সদরে আমিনুল হকের বাসায় শ্রমিকের কাজ শুরু করেন। বাসার মালামাল যাতে চুরি না হয় সেজন্য এঙ্গেলে কারেন্ট যুক্ত করেন নিরাপত্তা প্রহরী। কিন্তু আজ ভোরে নিরাপত্তা প্রহরী কারেন্ট বন্ধ করতে ভুলে যায়। সকালে সিরাজ মিয়া কাজ করতে গেলে লোহার রডে হাত দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঠি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।  এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদেন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।