সারা বাংলা

শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে ‘যতদূর বাঙালি, ততদূর জনক’ নাটক মঞ্চস্থ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘যতদূর বাঙালি, ততদূর জনক’ নাটক মঞ্চায়িত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে মঞ্চায়নের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

দেশের ৬৪ জেলায় একসঙ্গে মঞ্চায়নের অংশ হিসেবে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি লিখেছেন প্রদীপ দেওয়ানজী। নির্দেশনায় ছিলেন শাহীন রহমান। প্রযোজনা করেছেন শেরপুর জেলা শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা প্রশাসকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, পুলিশ সুপারের স্ত্রী কাজী মোনালিসা মারিয়া। ওই সময় জেলা পুলিশ, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নাটকটি উপভোগ করেন।