সারা বাংলা

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, মাকে জরিমানা

হবিগঞ্জ জেলার লাখাইয়ে প্রশাসনের তৎপরতায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী। এ সময় ওই স্কুলছাত্রীর মা মোছা. অনুফা বেগমকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন।

সোমবার সন্ধ্যায় রুহুল আমিন জানান, উপজেলার মুড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করে পরিবারের লোকজন। খবর পেয়ে সেখানে যান তিনি।  এ সময় বয়স নির্ধারণের বিভিন্ন কাগজপত্র যাচাইবাছাই করে দেখা যায় মেয়ের বয়স ১৬ বছর। পরে তিনি বিয়ের আয়োজন বন্ধ করার নির্দেশ দেন।  বিয়ে বাড়িতে স্কুলছাত্রীর বাবাকে পাওয়া যায়নি। পরে মেয়ের মাকে বাল্যবিয়ে নিরোধ আইনে চার হাজার টাকা জরিমানা করা হয়।  

তিনি আরো জানান, মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে তার মার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।