সারা বাংলা

জামিন পেলেন রংপুরের ফটো সাংবাদিক আদর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফটো সাংবাদিক গোলজার রহমান আদর ওরফে আদর রহমানকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তার জামিন মঞ্জুর করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর রহমান। আদরের পক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দুদকের একটি মামলায় রংপুর নগরীর ইঞ্জিয়ারপাড়ার বাসা থেকে আদর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩ এর একটি দল। পরে তাকে মহানগর হারাগাছ থানায় হস্তান্তর করা হয়।

রংপুর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সময়কালে আদর রহমান ক্যামেরাপার্সন হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় সিটি করপোরেশনের তৎকালীন প্রধান প্রকৌশলী আকতার হোসেন আজাদ ও নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেনের বিরুদ্ধে ৩০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হয় দুদকে। ওই ঘটনায় আদর রহমান ছিলেন সাক্ষী।

গত ১৫ ফেব্রুয়ারি দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম সাক্ষী আদর রহমানকে আসামি করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার করা হয় আদর রহমানকে।