সারা বাংলা

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত: চলছে উদ্ধার কার্যক্রম 

গাজীপুরের টঙ্গীতে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত হওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম।    মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর তিস্তারগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: টঙ্গীতে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ 

টঙ্গী জংশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান বলেন, ‘সকালে সিলেট-চট্টগ্রাম সড়ক ধরে ঢাকার দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রেন। সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর তিস্তার গেট এলাকায় পৌঁছালে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরে আমরা ঢাকা খবর পাঠালে দুপুর ২টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না।’