সারা বাংলা

সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক 

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সূবর্ণ এক্সপ্রেস বিকেল ৫টা ৫৫ মিনিটে টঙ্গী স্টেশনে প্রবেশ করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী জংশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান ও টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ। তারা বলেন, সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হলো।   

দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, দুর্ঘটনা ঘটার পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনা কেন ঘটেছে, এর জন্য কে বা কারা দায়ী এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। 

আরও পড়ুন: টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত: চলছে উদ্ধার কার্যক্রম 

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর তিস্তারগেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো।