সারা বাংলা

অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)দিবাগত গভীর রাতে জয়পুরহাট -বগুড়া বাইপাস সড়কের দাদড়া ফকির পাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর)সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আলমগীর জাহান।

গ্রেপ্তাররা হলেন— জয়পুরহাট সদর উপজেলার ধারকি বাগিচা পাড়া গ্রামের অভয় চন্দ্র সরকারের ছেলে রিপন চন্দ্র সরকার (২৫), ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের প্রফুল চন্দ্র দাসের  ছেলে উজ্জল চন্দ্র দাস(২২), পাঁচবিবি উপজেলার দেবখণ্ডা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল মাহমুদ (৩৩),বগুড়ার শিবগঞ্জের কিচক গ্রামের অদ্দয় সরকারের ছেলে মুকুল সরকার (২৫)।

ওসি  আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, পিক আপ ভ্যানসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, সংঘবদ্ধ চক্রটি জেলার বিভিন্ন সড়কে রাতে খালি পিকআপ ভ্যান নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনো মালপত্র ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়, কখনো যাত্রীদের খুন করে মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।