সারা বাংলা

‘কক্সবাজারের ট্রেনগুলো হবে উন্নত ও আরামদায়ক’

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘কক্সবাজারে যে ট্রেনগুলো থাকবে সেগুলো উন্নত ও আরামদায়ক হবে। ট্রেনগুলি হবে ট্যুরিস্টদের জন্য উপযোগী। সেই ট্রেনগুলোর জন্য আমরা ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি। সাগরপাড়েই এবার নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ট্রেন স্টেশন। কক্সবাজারের অংশে এগিয়ে যাচ্ছে রেললাইন নির্মাণকাজ।’

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কক্সবাজারের আইকনিক স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সদ্য বিয়ে করা স্ত্রীকে নিয়ে তিন দিনের সফরে কক্সবাজারে পৌঁছান রেলমন্ত্রী। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ৬৫ বছর বয়সে চলতি বছরের ৫ জুন দিনাজপুরের বিরামপুরের মেয়ে শাম্মী আকতার মনিকে পারিবারিকভাবে বিয়ে করেন।

নুরুল ইসলাম সুজন বলেন, 'দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত থাকছে ৯টি রেলস্টেশন।  স্টেশনগুলি হলো দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার।'

তিনি বলেন, ‘আগামী ২০২২ সালের ডিসেম্বরে শেষ করা হবে কাজ। নানা জটিলতার কারণে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।’