সারা বাংলা

৩৬ ঘণ্টা পর ফের কর্মচঞ্চল চট্টগ্রাম বন্দর

পরিবহন ধর্মঘট প্রত্যাহার হওয়ায় ৩৬ ঘণ্টা পর আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বন্দরে কাভার্ডভ্যান, ট্রেইলার এবং ট্রাকযোগে পণ্য পরিবহন শুরু হয়েছে।

 

চট্টগ্রাম কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এনামুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর সূত্র জানায়, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়। এরপর চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে স্থবিরতা নেমে আসে। বুধবার দুপুরে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেন  ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা। সন্ধ্যার দিকে আবারো কর্মচঞ্চল হয়ে উঠে বন্ধর।

বন্দরের বাইরে আগে থেকেই অপেক্ষমান থাকা প্রায় সহস্রাধিক ট্রাক, কাভার্ডভ্যান, ট্রেইলার কনটেইনার এবং বিভিন্ন পণ্য লোড আনলোডে এখন ব্যস্ত রয়েছে। পণ্য ভর্তি করে ট্রাক কাভার্টভ্যান দেশের বিভিন্নস্থানে ছেড়ে যেতে শুরু করেছে। বন্দরের অভ্যান্তরে এখন পুরোদমে পণ্য পরিবহনের কার্যক্রম চলছে। সিরিয়াল নিয়ে বন্দরে প্রবেশ করছে ট্রাক কাভার্ডভ্যান।

ধর্মঘট প্রত্যাহার হওয়ায় বন্দর ব্যবহাকারীদের মধ্যেও স্বস্থি ফিরে এসেছে।