সারা বাংলা

সংঘবদ্ধ চোর চক্রের ৩ নারী সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বায়েজিদ বোস্তামি থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

গ্রেপ্তাররা হলেন— শামছুন্নাহার বেগম (৪০), হোসনে আরা বেগম (৩৮) এবং রোকসানা প্রকাশ আফসানা বেগম (৪০)।

এসআই আজহারুল ইসলাম জানান, গত ২১ সেপ্টেম্বর নগরীর বায়েজিদ রউফাবাদ কলোনীর একটি নির্মানাধীন ভবনে কয়েকজন নারী মুখে ওড়না বেঁধে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ও নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংঘবদ্ধ চোর চক্রের ওই তিন নারী সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।