সারা বাংলা

কুড়িগ্রামে কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ  

এপেক্স ক্লাব বগুড়ার উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটরিয়ামে আলোচনায় সভায় এপেক্স ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, ডা. এএইচএম মশিহুর রহমান, সৈয়দ নুরুর রহমান, মোরশেউল আলম, ইলিয়াস জসিম, এপেক্স ক্লাব বগুড়ার সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম।

অনুষ্ঠানে কুড়িগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানসহ জেলার বিশিষ্ট ব্যক্তি ও দেশের বিভিন্ন জেলার এপেক্স ক্লাবের ৪ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এপেক্স ক্লাব বগুড়ার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা। পরে সংগীত পরিবেশনায় অংশ নেয় স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সাম্প্রতিক কুড়িগ্রাম। সন্ধ্যায় একক নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ।