সারা বাংলা

লক্ষ্মীপুরে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই

লক্ষ্মীপুর জেলা জজ আদালত পাড়ায় দুর্বৃত্তরা নোমান হোসেন দুলাল নামে এক বিচারপ্রার্থীর হাতে ছুরিকাঘাত করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ছিনতাইয়ের পর তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক দুলাল কিশোর মজুমদার বলেন, ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহত দুলাল সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোমবার (২৭ সেপ্টেম্বর) পারিবারিক বিরোধ নিষ্পত্তির দিন ছিলো। এ লক্ষ্যে সকালে দুলাল ও তার ভাই বেলায়েত হোসেন রিপন আদালতে আসেন। বিরোধ নিষ্পত্তির ঘটনায় পূর্বনির্ধারিত আড়াই লাখ টাকা ছিলো তাদের কাছে। এরমধ্যে দুলালের কাছে এক লাখ ও রিপনের কাছে দেড় লাখ ছিলো। ঘটনার সময় টয়লেটে গেলে দুইজন লোক দুলালের ওপর হামলা করে এবং প্যান্টের পেছনের পকেটে থাকা টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে দুলাল চিৎকার করে তাদের বাধা দেয়। এক পর্যায়ে ছুরি দিয়ে হাতে আঘাত করে হামলাকারীরা দুলালের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে রিপনসহ আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হামলায় তিনি মাথায়ও আঘাত পেয়েছেন।

ভুক্তভোগী নোমান হোসেন দুলাল বলেন, ‘অচেনা দুইজন লোক আমার ওপর হামলা করে। তারা আমার হাতেও ছুরি দিয়ে আঘাত করে।’  

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।