সারা বাংলা

শেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

সারা দেশের ন্যায় শেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।  ‘জলাতঙ্ক: ভয় নয়, সচেতনতায় জয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা শহরের সজবরখিলাস্থ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে অধিদপ্তরের কার্যালয় থেকে বের হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষিণ করে। 

সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ফারজানা মৌ, ভেটেরিনারী সার্জন ডা. ফজলুল হক, ডা. মো. জিন্নাহসহ প্রমুখ।